জামতাড়ার কাঁসিটাড় হল্ট স্টেশনের কাছে এখনও রেললাইনে পড়ে রয়েছে ছেঁড়া জামা প্যান্ট, ব্যাগ, রক্তমাখা কাপড়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামতাড়া :: শুক্রবার ০১,মার্চ :: জামতাড়ার কাঁসিটাড় হল্ট স্টেশনের কাছে এখনও রেললাইনে পড়ে রয়েছে ছেঁড়া জামা প্যান্ট, ব্যাগ, রক্তমাখা কাপড়। যা দেখে বোঝা যায় রাতের অন্ধকারে রেল লাইনের ওপর প্রাণ বাঁচাতে কিভাবে ছোটাছুটি করেছিলেন যাত্রীরা।

স্রেফ ট্রেনে আগুনের গুজব আর ভুয়ো-আতঙ্কের জেরে দুর্ঘটনা ঘটেছে জামতাড়ার বিদ্যাসাগর স্টেশন সংলগ্ন এলাকায়। ঘটনায় মৃত্যু হয়েছে দুইজনের। বিহারের জামুই এলাকার বাসিন্দা দুই পরিযায়ী শ্রমিক রেলে কাটা পড়েন। আসানসোল ঝাঝাগামী ইএমইউ প্যাসেঞ্জার ট্রেনে কাটা পড়েন যশবন্তপুরগামী অঙ্গ এক্সপ্রেসের ওই দুই যাত্রী।

আসানসোল রেল ডিভিশন ডিআরএম চেতনানন্দ সিং জানিয়েছেন এই ঘটনায় ৩ সদস্যের বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। ১২২৫৪ ভাগলপুর জামেসেদপুর এক্সপ্রেস কেন দাঁড়িয়ে পড়েছিল তার তদন্ত শুরু হবে। একইভাবে আসানসোল ঝাঝা ইএমইউ প্যাসেঞ্জার লোকো চালক কেন ট্র্যাকের ওপর লোকজন দেখতে পাইনি সে নিয়েও খোঁজখবর নেওয়া হবে।

অঙ্গ এক্সপ্রেসের প্যাসেঞ্জারদের সঙ্গে কথা বলা হবে এবং ঘটনার সাক্ষী যারা স্থানীয় তাদের সঙ্গেও কথা বলা হবে। বৃহস্পতিবার সকালেই রেলের তদন্ত কমিটি গিয়ে এলাকা পরিদর্শন করে। কথা বলেন স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 19 =