স্পোর্টস ডেস্ক :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ২৬,সেপ্টেম্বর :: হিরো ইন্ডিয়ান সুপার লিগের এবার দশম মরশুম ।ইমামি ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচে ঘরের মাঠে মুখোমুখি হল জামশেদপুর এফসির বিরুদ্ধে। রক্ষনভাগকে মজবুত করে প্রতি আক্রমণের রণকৌশল সাজিয়েছিলেন দুই দলের কোচ ।
যার কারণে প্রথম অর্ধের প্রথম ৩০ মিনিট পর্যন্ত খুব একটা কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়নি দুইদলের গোলের গোলরক্ষক কে। তবে এরপর থেকে ইস্টবেঙ্গল যথেষ্ট চাপ বাড়ায়,নন্দকুমার ও নাওরেম মাহেশ এর সাঁড়াশি আক্রমণ অনেকটা বেসামাল করে দেয় জামশেদপুরেকে। পরিত্রাতার ভূমিকা পালন করেন গোলরোক্ষক রেহেনেশ।
দ্বিতীয়ার্ধর শুরুতেই আক্রমণ গড়ে তোলার চেষ্টা করলেও ইতিবাচক ফুটবল খেলতে দেখা যায়নি লাল-হলুদ বাহিনীকে। বরং দু একবার গোলের দরজা প্রায় খুলেই ফেলেছিলেন স্কট কুপাটের ছেলেরা। তবে অনবদ্য প্রভসুকান গিল, বলের গতি রুখে দেন।
এদিন যেন কিছুটা ক্লান্ত লাগছিল কুয়াদ্রাত ব্রিগেডকে।নিজের পুরোনো ছন্দে পাওয়া গেল না সৌভিক চক্রবর্তীকেও। ম্যাচ একটি হলুদ কার্ড ও দেখতে হয় তাঁকে। জর্ডন এলসের দলে না থাকাটা পুনরায় প্রমান পাওয়া গেল লাল -হলুদ বাহিনীর মাঝমাঠের খেলায়।