নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মগরা :: মঙ্গলবার ১,এপ্রিল :: জামাইবাবুকে খুনের অভিযোগ উঠল দুই শ্যালকের বিরুদ্ধে। মৃতের নাম বিট্টু (২৬)। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে হুগলির মগরা থানার অন্তর্গত সপ্তগ্রাম পঞ্চায়েতের চুরি মহল্লায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন রাতে স্ত্রী সোনালী মণ্ডল ও মা চন্দা বিবির সঙ্গে ঘরেই ছিলেন পেশায় যোগারে বিট্টু। অভিযোগ পাশেই শ্বশুরবাড়ি থেকে দুই শ্যালক রোহিত ও গুড্ডু মণ্ডল বিট্টুর বাড়িতে চড়াও হন।
ঘরে ঢুকেই বিট্টুকে ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় বিট্টু মাটিতে লুটিয়ে পড়তেই রোহিত ও গুড্ডু চম্পট দেয়।
স্থানীয়রা বিট্টুকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। রোহিত ও গুড্ডুকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।