জামাইষষ্ঠীতে কুসংস্কারের জেরে প্রাণ গেল ভগবানপুরের মাংস বিক্রেতার, এলাকায় শোকের ছায়া

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভগবানপুর :: জামাইষষ্ঠীতে চরম ব্যস্ততা ও কুসংস্কারে প্রাণ গেল এক মাংস বিক্রেতা। বিদ্যুৎপৃষ্ট হলেও দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালের না নিয়ে গিয়ে কুসংস্কারে বিশ্বাসী হলেন পরিবার থেকে স্থানীয়রা। তার খেসারত দিতে হল পরিবারকে।মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার গোয়ালাপুকুর বাজার সংলগ্ন এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ব্যবসায়ী বিশ্বজিৎ দাস (৩৮)। তার বাড়ি ভগবানপুর থানার মহম্মদপুর গ্রামের বাসিন্দা।

ভগবানপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতাল পাঠিয়েছে। মর্মান্তিক ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।সূত্রের খবর, গোয়ালাপুকুরে মাংস ব্যবসায়ী বিশ্বজিৎ দাস সকাল থেকেই দোকান খুলে দেন। চরম ব্যস্ততার মধ্যে পাশের একটি চায়ের দোকানে চা খেতে যান বিশ্বজিৎ। গরম অনুভব করলে টেবিল ফ্যান চালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়।

বিশ্বজিৎকে শুয়ে মুখ বের করে রেখে সারা শরীরে বালির স্তুপ করে দেন। তারা ভেবেছিল তাহলেই জীবন্ত ফিরে পাওয়া যাবে। দীর্ঘক্ষণ এইভাবে ফেলে রাখেন।

ঘটনার খবর পেয়ে হাজির ভগবানপুর থানার পুলিশ। সেখান থেকে ওই মাংস ব্যবসায়ীকে উদ্ধার করে ভগবানপুর গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ভগবানপুর থানার ওসি নাড়ুগোপাল বিশ্বাস বলেন ” মৃতদেহ উদ্ধার করে কাঁথি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কি কি কারণে এমন ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে “।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =