জামাইষষ্ঠী উপলক্ষে চড়া দাম মাছের। মধ্যবিত্ত বাঙালির মাথায় হাত। বৃহস্পতিবার জামাই ষষ্ঠী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ২৫,মে :: জামাইষষ্ঠী উপলক্ষে চড়া দাম মাছের। মধ্যবিত্ত বাঙালির মাথায় হাত। বৃহস্পতিবার জামাই ষষ্ঠী। জামাইদের ভালো-মন্দ খাওয়ানোর রেওয়াজ রয়েছে এই দিন। মধ্যবিত্ত বাঙালি শ্বশুরমশাইদের পকেটে টান থাকলেও কোনো উপায় নেই। ইলিশ, চিতল, গলদা চিংড়ি, পাবদা সহ বিভিন্ন মাছ কিনতে বুধবার সকাল থেকেই বিভিন্ন বাজারে ভিড় জমিয়েছেন বহু মানুষ।

জামাইষষ্ঠী উপলক্ষে বাংলাদেশের ইলিশ এমন কি ১৫ কেজি ওজনের চিতল মাছের পসরা সাজিয়ে বসেন মৎস্য ব্যবসায়ীরা। এদিন সকাল থেকে মালদা শহরের নেতাজি পৌরবাজার মাছ বাজারে ভিড় জমান বহু মানুষ। মাছের দর নিয়ে নাক সিটকালেও মাছ কিনছেন তারা। তারা জানিয়েছেন, চড়া দামের জন্য পরিমাণ হয়তো কম হবে! কিন্তু বিভিন্ন ধরনের মাছ কিনছেন তারা জামাইষষ্ঠী উপলক্ষে।

এক বিক্রেতা জানিয়েছেন, জামাইষষ্ঠী উপলক্ষে বাংলাদেশের ইলিশ, বড় চিতল, গলদা চিংড়ি, পাবদা সহ বিভিন্ন মাছের পসরা সাজিয়ে বসেছেন তারা। দাম বেশি থাকলেও বিক্রি হচ্ছে মাছ।

তবে মধ্যবিত্ত বাঙালির পকেটে টান থাকলেও জামাই বাবাজিদের পাতে যাতে ইলিশ, চিতল ও গলদা থাকে তার জন্য বুধবার সকাল থেকে হাতে ব্যাগ নিয়ে বাজার শুরু করেছেন শ্বশুরমশাইরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 9 =