নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেখলিগঞ্জ :: বুধবার ২৭,আগস্ট :: মঙ্গলবার দুপুর দু’টো নাগাদ মেখলিগঞ্জের জামালদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
বহির্বিভাগে আচমকা আগুন দেখা দিতেই মুহূর্তে সাদা ধোঁয়ায় ঢেকে যায় গোটা হাসপাতাল চত্বর। আতঙ্কে ডাক্তার দেখাতে আসা রোগী ও আত্মীয়-পরিজনদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।
হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসক ডক্টর সংকেত বিশ্বাস জানিয়েছেন, পুরোনো একটি ফ্যান থেকে শর্ট সার্কিটের জেরে আগুনের সূত্রপাত হয়।
আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও হাসপাতালের অগ্নিনির্বাপণ যন্ত্রের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সৌভাগ্যবশত বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ালেও দ্রুত পদক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে।