নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ০৪ অক্টোবর :: গোটা পূর্ব বর্ধমান জেলাতেই বিজেপি ক্রমশ ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হয়েছে। জেলা জুড়ে তাদের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসে পড়ছে। জামালপুরেও সেই একই চিত্র ধরা পড়লো। জামালপুরের জৌগ্রামে সাংগঠনিক আলোচনা সভায় মঙ্গলবার সন্ধ্যায় হাতাহাতিতে পৌঁছায়। চড় মেরে কানের পর্দা ফাটিয়ে দেওয়া হয়। যার জেরে পুলিশে অভিযোগ পর্যন্ত জানানো হয়েছে।
বর্তমান ১৪ নং মন্ডল সভাপতি চন্দন ঘোষ অভিযোগ করেন প্রাক্তন মন্ডল সভাপতি স্নেহময়ী চক্রবর্তী দলীয় মিটিং চলা কালীন বর্তমান ১৪ নং মণ্ডলের সাধারণ সম্পাদক শংকর হাজরাকে সপাটে কানের নীচে চড় মারে। কিছু দিন আগেই সে কানের পর্দা অপারেশন করিয়েছিল। সেখানে লাগায় আবার রক্তপাত হয়। যন্ত্রণায় ছটফট করতে থাকলে তাকে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। স্নেহময়ী চ্যাটার্জী সহ আরো কয়েকজনের নামে অভিযোগ জানানো হয়।
তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন ওটা বিজেপির সংস্কৃতি। নিজেদের মধ্যে কোন্দলে ব্যস্ত যারা তারা রাজ্যে ক্ষমতা দখলের স্বপ্ন দেখে। শুধু প্রতিহিংসার রাজনীতি ও সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী ওরা। মানুষের কাছে ওদের কোনো বিশ্বাস যোগ্যতাই নাই।