নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামালপুর :: শনিবার ৮,ফেব্রুয়ারি :: পূর্ব বর্ধমান জেলার জামালপুরে বনবিবিতলায় শনিবার থেকে শুরু হল সম্প্রীতির মা বনবিবির পুজো । খাদিম সাইফুদ্দিন ও তার পরিবার এই মা বনবিবির সেবায়েত।
কথিত আছে আজ থেকে প্রায় ১০০ বছর আগে দামোদর নদী দিয়ে কোনো নৌকা পেরুলে মাঝ নদীতে আটকে যেত। তখন মা বনবিবির নাম নিলে আবার নৌকা চলতে শুরু করত। পরে স্থানীয় মীর বাবর আলীকে মা বনবিবি স্বপ্নাদেশ দেন তাঁকে যেন নদী থেকে তুলে পুজোর ব্যবস্থা করা হয়। তখন তিনি নদী থেকে মায়ের পাথরের মূর্তি তুলে আনেন।
সেই থাকেই হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ মা বনবিবির মেলায় অংশ গ্রহণ করেন। এই বছর এই মেলা ৭৫ বছরে পড়ল। এই মেলার উদ্বোধন করেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান।