নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামালপুর :: বুধবার ২,এপ্রিল :: পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের মশাগ্রাম রেল স্টেশনে এক বছরের এক শিশুর নিথর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।
স্টেশনের প্ল্যাটফর্মে শিশুটিকে পড়ে থাকতে দেখেন রেলের জিআরপি-র সিভিক ভলান্টিয়াররা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফ এবং পরে জামালপুর থানার পুলিশ।
শিশুটিকে উদ্ধার করে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি না বা মৃত্যুর প্রকৃত কারণ কী, তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠছে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, শিশুটিকে পরিকল্পিতভাবে স্টেশনে ফেলে রেখে যাওয়া হয়েছে। এটি নিছক দুর্ঘটনা, নাকি হত্যার ঘটনা, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। স্টেশন চত্বরে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।