নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: রবিবার ১৪,সেপ্টেম্বর :: নিজের কথা না ভেবে, সমাজের প্রান্তিক শিশুদের মুখে হাসি ফোটাতে এক অনন্য দৃষ্টান্ত গড়লেন বীরভূমের নীলডাঙ্গার বুদ্ধিশ্বর মণ্ডল। পেশায় তায়কোয়ান্ডো কোচ হলেও, সমাজসেবাই তাঁর বড় পরিচয়। তাঁর বিশ্বাস—“জামাকাপড় নয়, আমি দিচ্ছি আত্মসম্মান।”
সম্প্রতি বোলপুর থানার অন্তর্গত নীলডাঙ্গা গ্রামে অনুষ্ঠিত হয় ব্যতিক্রমী “দু টাকার হাট”। কোনো সংস্থা নয়, একেবারে একার উদ্যোগে আয়োজিত এই হাটে ছোট-বড় প্রায় ৩০০ জন শিশু ও গ্রামবাসী নিজেদের জন্য কিনেছেন পুরনো হলেও ব্যবহারযোগ্য জামাকাপড়।
এর সঙ্গে প্রতিটি শিশুকে বিনামূল্যে দেওয়া হয়েছে একটি করে ১০ টাকার ডিটারজেন্ট প্যাকেট—যাতে তারা নিজের হাতে কাপড় ধুয়ে পরে।
এই উদ্যোগের মূল উদ্দেশ্য, শিশুদের মনে অনুদান নেওয়ার বোধ নয়, বরং আত্মসম্মানের সঙ্গে কিছু অর্জনের অনুভূতি তৈরি করা। বুদ্ধিশ্বর বাবু বলেন— “আমি নিজেও ছোটবেলায় পুরনো জামা পরে বড় হয়েছি। তাই জানি এর গুরুত্ব।”
জামাকাপড় সংগ্রহের জন্য তিনি মানুষের বাড়ি বাড়ি যান, ফোনে যোগাযোগ পেলে নিজে গিয়ে নিয়ে আসেন। কোনো এনজিও বা সরকারি ফান্ড নয়—শুধুই ব্যক্তিগত উদ্যোগে তিনি সমাজে এই মানবিক বিপ্লব চালিয়ে যাচ্ছেন।
নীলডাঙ্গার পাশাপাশি সাহেবডাঙ্গা, দূনাইপুর, বাগানপাড়া, বনডাঙ্গা—মোট পাঁচটি গ্রামের মানুষ উপস্থিত ছিলেন এই হাটে। সমাজের সহানুভূতিশীল মানুষদের দান আর বুদ্ধিশ্বরের নিঃস্বার্থ শ্রম মিলেই সম্ভব হয়েছে এই আয়োজন। একজন মানুষ বদলে দিতে পারেন গোটা সমাজের চেহারা—নীলডাঙ্গার এই ‘দু টাকার হাট’ তার জ্বলন্ত প্রমাণ।