জামিন পেলেন মেসির আয়োজক শতদ্রু দত্ত

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: সোমবার ১৯,জানুয়ারি :: ১৩ ডিসেম্বর বিমানবন্দর থেকে গ্রেপ্তার হওয়া ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত অবশেষে স্বস্তি পেলেন। সোমবার ১০ হাজার টাকার বন্ডে তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল বিধাননগর আদালত।

এ দিন আদালতে শতদ্রুর আইনজীবী বেশ কিছু ধারালো যুক্তি পেশ করেন। আইনজীবীর দাবি ছিল, মামলার অগ্রগতি এই মুহূর্তে থমকে গেছে। তাই খামোখা তাঁকে হেপাজতে রাখার কোনও প্রয়োজন নেই।যুবভারতীতে ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত বাকিরা জামিন পেলেও কেন শুধুমাত্র প্রধান আয়োজককে আটকে রাখা হবে, সেই প্রশ্ন তোলা হয়। জেলে গিয়েই পুলিশ শতদ্রুকে জিজ্ঞাসাবাদ করেছে, তাই নতুন করে হেপাজতে নেওয়ার যুক্তি ধোপে টেকে না ।

যদিও সরকারি আইনজীবী কড়া বিরোধিতা করে জানান, এই মামলার সাক্ষীদের ভয় দেখানো হচ্ছে। পাশাপাশি ১৯ কোটি টাকার টিকিট বিক্রির তথ্য তুলে ধরে দাবি করা হয়, জামিন পেলে শতদ্রু প্রভাব খাটিয়ে পালিয়ে যেতে পারেন। তবে সমস্ত দিক বিচার করে বিচারক শেষমেশ জামিনের আর্জি মঞ্জুর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =