নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: মঙ্গলবার ২,জুলাই :: জামুড়িয়ার গুগল ম্যাপ দেখে ঢুকে পড়ল গ্রামের রাস্তায় মাল বোঝাই গাড়ি ।একের পর এক বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, এলাকায় বৈদ্যুতিক বিচ্ছিন্ন।জামুড়িয়ার ৮ নম্বর ওয়ার্ডের কাঁটাগোরিয়া গ্রামে রাতের অন্ধকারে মালবোঝাই একটি বড় গাড়ি গুগলের ম্যাপ দেখে ঢুকে পড়ল গ্রামের রাস্তায়।
রাস্তার ওপরে থাকা তিন চারটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মেরে ভেঙে দেয়। পানীয় জলের কল ভেঙে পড়ে গাড়ির ধাক্কায়। এমনকি টালির বাড়ির একাংশ ভেঙে যাওয়ার অভিযোগ উঠল। এরপর গ্রামের মাঝ রাস্তায় আটকে পড়ে মালবোঝাই ট্রেলার গাড়িটি। গ্রামের এপার থেকে ওপার যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়।
বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়ার ফলে কাঁটাগোরিয়া গ্রামে বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে জামুড়িয়া থানার পুলিশ ।