সুব্রত বাউরী :: জামুড়িয়া :: পশ্চিম বর্ধমান :: অন্ডাল :: সংবাদ প্রবাহ :: জামুড়িয়ার শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের বিক্ষোভ করে । মঙ্গলবার সব ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ের গেটের সামনে জড়ো হয় এবং শিক্ষক আসতেই সব ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ শুরু করে দেয়। তারা জানান, তারা এমন কিছু চাই না যা সঠিক ফলাফল হয়েছে তারা সেটাই চাই । বিদ্যালয়ের শিক্ষক বৈদনাথ মিশ্র জানান, ২০২২ সালের উচ্চ মাধ্যমিকে ১৭৪জন পরীক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।যার মধ্যে ৬০ জন পরীক্ষার্থী পাশ করেছে, ৭৬ জন পরীক্ষার্থী এক বা দুটি বিষয়ে নম্বর কম পেয়ে অনুত্তীর্ণ হয়েছে এবং এবং জন পরীক্ষার্থী সম্পূর্ণ অকৃতকার্য হয়েছে কিন্তু এই ফলাফলে যদি তদন্তে কোনো ধরনের ভুল থাকে, তাহলে যেসকল পরীক্ষার্থী অনুত্তীর্ণ হয়েছে তারা আবার তাদের পেপার পর্যালোচনার জন্য আবেদন করতে পারবে।আরটিআই করতে পারেন, এর ফলে অনুত্তীর্ণ ছেলেমেয়েরা পরীক্ষার কপির জেরক্স পাবে এবং বাস্তবতা কী তা সবার সামনে চলে আসবে। আমাদের পক্ষ থেকে তাদের যা কিছু সহায়তা প্রয়োজন আমরা সব সময় পরীক্ষার্থীদের পাশে আছি।