নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামুড়িয়া :: শনিবার ১৫,ফেব্রুয়ারি :: গ্রামের রাস্তা দিয়ে ভারি যানবাহন চালানো যাবে না, বিশেষ করে অনিয়ন্ত্রিত গতিতে বালি বোঝাই ট্রাক।এই দাবিতে আজ জামুড়িয়া চিচুড়িয়া ডাঙ্গাল পাড়ার মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় তাদের দাবিকে পশ্চিমবংগ গোয়ালা সমাজের মানুষ জনেরা নৈতিক সমর্থন করে।
বিক্ষোভকারিরা জানান বেশ কিছু দিন আগেই গ্রামের এক জন বালি বোঝাই গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়। এখন সে চিকিৎসাধিক। যাতে এই রকম ঘটনা আর না ঘটে তার জন্য প্রশাসনের কাছে তারা দাবি করে। অবিলম্বে প্রশাসনকে বন্ধ করতে হবে গ্রামের রাস্তা দিয়ে যাওয়া ভারি যানবাহন। যদি তা না হয় তবে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দেয় বিক্ষোভকারিরা।