নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামুড়িয়া :: সোমবার ১৭,মার্চ :: জামুরিয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিং এর ছেলে প্রেমপাল সিং।সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যাচ্ছে প্রেমপাল সিং এর পায়ের নীচে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যানার দেওয়া ছবি রয়েছে।
এমনকি জামুড়িয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিং এর ব্যানারের ছবিও রয়েছে।এই নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।এই প্রসঙ্গে বিজেপির অভিযোগ ওরা কাউকে সন্মান করে না।এটাই তৃণমূলের কালচার।যদিও তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু বলেন কি কারণে এরকম হয়েছে সেটা বলতে পারছি না।
তবে এইভাবে ফটোর নীচে দাঁড়ানো উচিত হয়নি।যদিও এই ঘটনা প্রসঙ্গে প্রেমপাল সিং এই অভিযোগ অস্বীকার করে তার পাল্টা দাবি দলের এক অনুষ্ঠানের ছবি গুলো নীচে সাজিয়ে রেখেছিলাম।