নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামুরিয়া :: সোমবার ৩১,মার্চ :: জামুরিয়া কইথি গ্রামে শীতলা মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে এক কলস যাত্রার আয়োজন করা হয়। গ্রামের মহিলারা কলস যাত্রায় অংশগ্রহণ করে ।
মন্দিরটি তিন বছর আগে প্রতিষ্ঠা হয়েছে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিষ্ঠার পথ থেকে প্রতিবছর পুজোর দিনে কলস যাত্রার আয়োজন করা হয়। এবং রাতে নরনারায়ন সেবার আয়োজন করা হয়।