নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামুড়িয়া :: সোমবার ১৭,ফেব্রুয়ারি :: দিন কয়েক আগে জামুড়িয়া থানার অন্তর্গত ডোবরানা ও কুনুস্তুরিয়া এলাকায় বাড়ির মালিকের অনুপস্থিতে তালা ভেঙে একাধিক চুরির ঘটনা ঘটে।
জামুরিয়া থানার পুলিশ তদন্তে নেমে অন্ডাল থানার অন্তর্গত বহুলা এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে। ধৃতরা হল সুনীল চিত্রকার, সঞ্জীব চিত্রকার, লাল চিত্রকার।
এদেরকে পুলিশি হেফাজতে নিয়ে চুরি যাওয়া ৪০ গ্রাম সোনা ১০০ গ্রাম রুপো ও বেশ কিছু কাঁসার বাসনপত্র উদ্ধার করে জামুরিয়া থানার পুলিশ। পুলিশি সূত্রে জানা গেছে এর আগেও এরা বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম করেছে।