নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: কয়েকদিন পর সারাদেশের পাশাপাশি শিল্পাঞ্চলেও ধুমধাম করে ছট পূজার আয়োজন করা হবে। এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের প্রতিটি স্তরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আজ জামুরিয়া বোরো প্রশাসক দিবেন্দু ভগত জামুরিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সেক্রেটারি প্রদীপ কুমার দোকানিয়া বোরো স্যানিটারি ইন্সপেক্টর নির্মল কুমার মণ্ডল এবং অন্যান্য আধিকারিকরা জামুরিয়া বোরো এলাকার বিভিন্ন ছট ঘাটের স্টক নেন। বোরো প্রশাসক দিবেন্দু ভগতের নেতৃত্বে, নবনির্মিত নিমগাদিয়া ছট ঘাট, বোরিংডাঙ্গা ছট ঘাট এবং ওয়ার্ড নং ওয়ার্ডে অবস্থিত অন্যান্য ছট ঘাট পরিদর্শন।
এই উপলক্ষে বোরো প্রশাসক দিব্যেন্দু ভগত জানান, পৌর কর্পোরেশনের প্রকৌশলী সহ স্যানিটারি ইন্সপেক্টরকে বিশেষ নির্দেশ জারি করা হয়েছে। এই অনুসারে, সমস্ত ছট ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি বৈদ্যুতিক ব্যবস্থা গুছিয়ে রাখার পাশাপাশি ছট ব্রতীর পথ ঠিক করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বরোর চিফ অফিসার কৌশিক সেনগুপ্ত, নির্মল কুমার মন্ডল সুপারভাইজার বিজয় কুমার গুপ্ত প্রমুখ।