নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::আসানসোল :: জামড়িয়া ২নং ব্লকের শ্যামলা অঞ্চলের একাধিক পুকুরের মাছ মরে যাওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। রবিবার সকালে ওই এলাকার বাসিন্দারা দেখেন ছোট, বড় সব মাছ মরে ভেসে উঠেছে। নিমসা ও খোট্টাডিহী গ্রামের একাধিক পুকুরে মাছ জলে ভেসে ওঠে আসছে । খবর পেয়ে এলাকার জনপ্রতিনিধিরা সেখানে আসেন।
মৎস্য চাষীদের মধ্যে নিমসা গ্রামের বাসিন্দা লালটু কাজী জানান যে তাদের ধারণা মাছের মধ্যে কোন রোগ এসেছে। তাই এলাকার একাধিক পুকুরের মাছ মারা যাচ্ছে । পুকুরের মাছ এভাবে মারা যাওয়াতে পুকুরের জল দূষিত হচ্ছে তাই এলাকাবাসীদের মধ্যে এক আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। কারণ এই পুকুর গুলিতে এলাকার মানুষ স্নান করেন।
তাই এলাকায় নতুন কোন রোগের সৃষ্টি না হয় বলে তারা আশংকায় রয়েছেন এবং তিনি আরও বলেন তার অনুরোধ যে, ব্লক স্তরের মৎস্য বিভাগের কার্যক্রমে যারা রয়েছেন তাদেরকে এ ব্যাপারে নজর দেওয়া জন্য।