সুব্রত বাউরি :: সংবাদ প্রবাহ :: জামুড়িয়া :: থানা ও সুপারস্মেল্টার্স কারখানার উদ্যোগে ১নং ওয়ার্ডে শিরীষডাঙ্গা ফুটবল মাঠে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় । যেটি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন করা হয়, এখানে আগত সকল অতিথিদের ফুলের তোড়া দিয়ে সম্মানিত করা হয়, স্বাস্থ্য পরীক্ষা শিবিরে, রক্তের গ্রুপিং পরীক্ষা, সাধারণ চেক আপ, চক্ষু পরীক্ষা করা হয় ।স্বাস্থ্য পরীক্ষা শিবিরে শতাধিক দরিদ্র আদিবাসী মানুষ দের নিয়ে আয়োজন করা হয় , ড: শনাওয়ানে কুলদিপ সুরেশ ডি সি পি সেন্ট্রাল বলেন, পুলিশ ও জনসাধারণের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে পুলিশের পক্ষ থেকে সব সময় সামাজিক কাজ করা হয়।
একই ধারাবাহিকতায়, আজ এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেন দুর্গাপুরের IQCT-এর চিকিৎসকরা, জামুড়িয়া শিল্প এলাকার সুপার শক্তি ফাউন্ডেশন নামে একটি কারখানার সহযোগিতায় ।যেখানে সি আই সুশান্ত চ্যাটার্জি,জামুড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সিদ্ধার্থ সাহা, সুপারসমেল্টারের চেতন অগ্নিক অমিত শর্মা,এক নম্বর ওয়ার্ডে কাউন্সিলর মৃদুল চক্রবর্তী, আদিবাসী নেতা বানেশ্বর হেমরাম প্রমুখ উপস্থিতি ছিলেন ।