নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আলিপুর দুয়ার :: বৃহস্পতিবার ২৬,ডিসেম্বর :: জাল কাগজপত্র ব্যবহার করে কয়লা পাচারের অভিযোগে দুই ট্রাক চালককে গ্রেফতার করল আলিপুর দুয়ারের কুমারগ্রাম থানার বারবিশা ফাঁড়ির পুলিশ। অসম-বাংলা সীমানার পাকরিগুড়ি নাকা পয়েন্টে তাঁদেরকে গ্রেফতার করা হয়েছে।
জানা গিয়েছে, ধৃতদের নাম সরীফ খান ও ইরফান খান। দু’জনই রাজস্থানের বাসিন্দা। পাকরিগুড়ি নাকা পয়েন্টে অসম থেকে আসা কয়লা বোঝাই দু’টি ট্রাক আটক করে পুলিশ।
কয়লা পরিবহণের কাগজপত্র যাচাই করে পুলিশ নিশ্চিত হয়, সেগুলি জাল। এরপরই দু’জনকে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে কয়লা বোঝাই গাড়ি দু’টি।জানা গিয়েছে, কয়লা বোঝাই ট্রাক দু’টি অসম থেকে বিহারের দিকে যাচ্ছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।