জাল নোট ছাপার চক্রের হদিশ মিলল বীরভূমের শান্তিনিকেতনের শ্যামবাটিতে ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: জাল নোট ছাপার চক্রের হদিশ মিলল বীরভূমের শান্তিনিকেতনের শ্যামবাটিতে । অভিযোগ স্থানীয় এক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে জাল নোট ছাপ ছিল তার দোকানে। বুধবার রাতে সিআইডির একটি বিশেষ টিম হানা দেয় ওই দোকানে ।হানা দিয়ে সেখান থেকে একটি জেরক্স মেশিন ও কিছু সাদা কাগজ উদ্ধার হয় । পাশাপাশি উদ্ধার হয় বেশ কয়েকটি জাল ১০০ টাকার নোট । ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় । জালনোট পাচার চক্র এর সাথে ওই ব্যক্তি জড়িত কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =