নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: শুক্রবার ৫,সেপ্টেম্বর :: জাল লটারি বিক্রির অভিযোগে পূর্ব বর্ধমান জেলার মেমারি থেকে দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিস ।ধৃতদের নাম আশরাফুল মন্ডল বাড়ি গোবিন্দপুর ও লাল্টু মাঝি বাড়ি সাতগেছিয়া। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে তথ্যের ভিত্তিতে ডি ই বি-র একটি দল মেমারির রসুলপুর এলাকায় হানা দেয়। সেখান থেকে লক্ষাধিক টাকার জাল লটারি উদ্ধার হয়।
পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এই জাল লটারি চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।