‘জাস্টিন ত্রুদোর বহু বন্ধু আছে যারা ভারত বিরোধী খলিস্তানি জঙ্গি’ – বিস্ফোরক অভিযোগ – সঞ্জয়কুমার বর্মা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: শনিবার ২৬,অক্টোবর :: কানাডা ও ভারতের সম্পর্ক একদম তলানিতে এসে ঠেকেছে। তার মূল কারণ ‘খালিস্তানপন্থী ভারত বিরোধী কিছু উগ্রপন্থী’। এই কারণেই কানাডার প্রধানমন্ত্রী দেশের ভিতরেই সমালোচনার মুখে পড়েছেন। খলিস্তানি জঙ্গিরা জাস্টিন ত্রুদোর ঘনিষ্ঠ বন্ধু।

বিস্ফোরক দাবি করলেন কানাডা থেকে ‘বিতাড়িত’ ভারতীয় কূটনীতিক সঞ্জয়কুমার বর্মা। সদ্যপ্রাক্তন হাইকমিশনার আরও বলেন, কানাডায় থাকাকালীন লাগাতার প্রাণনাশের হুমকি পেয়েছিলেন তাঁরা। তা সত্ত্বেও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেনি ত্রুদোর প্রশাসন। স্বাভাবিক কারণেই ভারত সরকার তার নিরাপত্তার কথা ভেবে তাকে ভারতে ফিরিয়ে আনেন।

কোনো প্রমাণ ছাড়াই কানাডার এক তদন্তকারী সংস্থা দাবি করে, হরদীপ সিং নিজ্জর খুনের মামলায় ভারতীয় হাই কমিশনার সঞ্জয়কুমার বর্মা ‘স্বার্থ সম্পর্কিত ব্যক্তি’। কূটনৈতিক রক্ষাকবচ থাকায় তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়নি। তার পরেই কানাডা সরকারের নিশানায় থাকা ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জয়কুমার বর্মা ও অন্যান্য কূটনীতিকদের দেশে ফেরার নির্দেশ দেয় ভার‍ত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + eighteen =