নিজস্ব সংবাদদাতা :: সিমলিপাল :: উরিশ্যা :: সংবাদ প্রবাহ :: বাঘের জিন ঘটিত রূপান্তর, বিরল কালো বাঘের দেখা মিললো এবার। ওড়িশার সিমলিপাল জাতীয় উদ্যানে বিরল কালো বাঘের দেখা মিলেছে। সম্প্রতির নেট দুনিয়া ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে ওই কালো বাঘ টি গাছের মধ্যে আঁচড় দিচ্ছে।
প্রসঙ্গত কালো বাঘের দেখা মেলে না, সাদা বা সোনালী রঙের মধ্যে কালো রঙের ছোপ দেওয়া বাঘ একবারে দুর্লভ। বাঘটিকে একবারই দেখা গেছে ওই জাতীয় উদ্যানে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন কালো বাঘ দেখতে পাওয়া যায় না মূলত, শুধুমাত্র মিউটেশন পদ্ধতিতে জিনগত পরিবর্তন হলে তবেই কালো বাঘ সৃষ্টি সম্ভব।