জি ২০ সম্মেলনের জন্য প্রস্তুতি তুঙ্গে শিলিগুড়িতে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: ৩০শে মার্চ :: জি ২০ সম্মেলনের জন্য প্রস্তুতি তুঙ্গে শিলিগুড়িতে। আগামী ১ এপ্রিল থেকে ৩ এপ্রিল তিন দিন সম্মেলন অনুষ্ঠিত হবে শিলিগুড়ি ও দার্জিলিং এ, প্রসঙ্গত দ্বিতীয় পর্যটন ওয়াকিং গ্রুপ মিটিং অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন ও শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি এই টি-টোয়েন্টি সম্মেলনের জন্য প্রস্তুত রয়েছে।

শিলিগুড়ি দার্জিলিং মোড় এলাকায় সৌন্দর্যায়নের কাজ জোর কদমে চলছে। দুর্দান্ত আঙ্গিকে সাজিয়ে তোলা হচ্ছে দার্জিলিং মোড় এলাকা। প্রসঙ্গত শিলিগুড়ির ইসকন মন্দির উত্তরবঙ্গের অন্যতম একটি পর্যটন কেন্দ্র। শিলিগুড়ি ইসকন মন্দিরে রাজ্য তো বটেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটক ও ভক্তবৃন্দ এসে থাকেন। প্রায় সারা বছর ধরেই শিলিগুড়ি ইসকন মন্দির জমজমাট থাকে।

গোবর্ধন উৎসব, ঝুলন যাত্রা, রাস পূর্ণিমা, রথযাত্রা, জন্মাষ্টমী উৎসব ঘটা করে পালন করা হয় মন্দিরে। এইসব উৎসবের সময়কালে ভক্তদের উপচে পড়া লক্ষ্য করা যায়। উক্ত সম্মেলনে শিলিগুড়ির ইসকন মন্দিরকে প্রদর্শিত করা হবে বলে জানা গেছে। এছাড়া শিলিগুড়ির আরো যে সমস্ত পর্যটনকেন্দ্র গুলি রয়েছে সেগুলোও জি-টোয়েন্টি সম্মেলনে প্রদর্শিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =