নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জীবনতলা :: সোমবার ২৪,ফেব্রুয়ারী :: জীবনতলায় অস্ত্র-কার্তুজ-কাণ্ডে এবার হাসনাবাদে মাছের ভেড়ি থেকে উদ্ধার আরও একটি ডবল ব্যারেল বন্দুক। এই নিয়ে কার্তুজ-কাণ্ডে ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার। এসটিএফ সূত্রে খবর, ধৃত আব্দুল সেলিম গাজি ওরফে বাবলুর কাছে ছিল এই বন্দুক।
বাবলু হাসনাবাদের মুরারিশাহ গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রাক্তন সদস্য। তাকে জেরা করেই এই অস্ত্রের খোঁজ মেলে। পুলিশের দাবি, বিবাদী বাগের অস্ত্রের দোকানের কর্মী শান্তনু সরকার তৃণমূলের প্রাক্তন সদস্যকে ওই অস্ত্র বেআইনিভাবে বিক্রি করেছিলেন।