সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: বিনোদন ডেস্ক :: মঙ্গলবার ৯,ডিসেম্বর :: ৮ ডিসেম্বর নব্বই বছর বয়সের জন্মদিন পালনের কথা থাকলেও তার আগেই ২৪ নভেম্বর প্রয়াত হন বলিউডের ‘হি ম্যান’ ধর্মেন্দ্র। প্রয়াত অভিনেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তাঁর পরিবার ও অনুরাগীরা।
জন্মদিনের দিনে দেওল পরিবারের তরফে খুলে দেওয়া হয় তাঁর ফার্মহাউস, যাতে সাধারণ মানুষ প্রিয় তারকার স্মৃতিতে শ্রদ্ধা জানাতে পারেন।
এদিন ধর্মেন্দ্রর শেষ দিনের শুটিংয়ের একটি ভিডিও প্রকাশ্যে এনেছে ‘ইক্কিস’–এর টিম। ভিডিওতে দেখা যায়, ‘ম্যাডকস ফিল্মস’-এর সঙ্গে কাজ করতে পেরে আনন্দ প্রকাশ করছেন অভিনেতা।
তিনি বলেন, “এই ছবিটি ভারত ও পাকিস্তান—উভয় দেশের মানুষের দেখা উচিত।” একইসঙ্গে শুটিংয়ের শেষ দিনে আবেগঘন মুহূর্তের কথা জানিয়ে দর্শকদের প্রতি ভালোবাসা জানান তিনি। শ্রীরাম রাঘবন পরিচালিত ‘ইক্কিস’-এ শহিদ সেকেন্ড লেফটেন্যান্ট পিভিসি অরুণ ক্ষেত্রপালের বাবার ভূমিকায় দেখা যাবে ধর্মেন্দ্রকে।
একাত্তরের যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটি আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। প্রয়াত অভিনেতার শেষ সিনেমা ঘিরে ইতিমধ্যেই উচ্ছ্বাস দেখা যাচ্ছে ভক্তদের মধ্যে। ভিডিওয় তাঁর দুই দেশের মানুষকে এক করার বার্তায় আবেগপ্লুত অনুরাগীরা।

