নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভুম :: শনিবার ১৬,ডিসেম্বর :: জীবন যুদ্ধে জয়ী বীরভূমের রাজনগরের সৌমি মুখার্জী। শারীরিক ও পারিপার্শ্বিক সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে জীবনযুদ্ধে জয়ী হলেন রাজনগরের পাতাডাঙ্গা গ্রামের সৌমি মুখার্জী।
রাজনগরের পাতাডাঙ্গা গ্রামের পেশায় গৃহশিক্ষক কল্লোল মুখার্জি ও তাঁর স্ত্রী শুক্লা মুখার্জীর বাড়িতে যখন ছোট্ট ফুটফুটে সৌমীর জন্ম হয় তখন বাবা-মা উভয়েই আত্মহারা হয়ে স্বাভাবিকভাবেই ভেবেছিলেন আর দশটা ছেলে মেয়ের মতোই স্বাভাবিকভাবে আস্তে আস্তে বড় হয়ে উঠবে সৌমি।


এরই মধ্যে তিনি সম্প্রতি রাজনগর ব্লক ল্যান্ড রেভেনিউ অফিসে ডেটা এন্ট্রির কাজে যুক্ত হয়েছেন। শারীরিক প্রতীবন্ধী হওয়া সত্ত্বেও নিজের লক্ষ্যে স্থির থাকলে যে সফল হওয়া যায়, তার প্রকৃষ্ট উদাহরণ এই সৌমি মুখার্জি।