নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ৩০,সেপ্টেম্বর :: সুলের পর নয়াদিল্লি। জুনিয়র শুটিং বিশ্বকাপে ফের পদক পেলেন বাংলার তরুণ শুটার আদ্রিয়ান কর্মকার।
অলিম্পিয়ান শুটার জয়দীপ কর্মকারের পুত্র আদ্রিয়ান রবিবার রুপো পেয়েছেন ৫০ মিটার থ্রি পজিশন ইভেন্টে। মাস চারেক আগে জার্মানির সুলে জুনিয়র বিশ্বকাপে এই ইভেন্টে অবশ্য ব্রোঞ্জ এসেছিল তাঁর ঝুলিতে।