নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গুয়াহাটি :: সোমবার ২২,সেপ্টেম্বর :: প্রখ্যাত গায়ক জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুকে ঘিরে নতুন মোড়। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে জুবিনের মৃত্যু হলেও, পরিবার ও ভক্তদের একাংশ শুরু থেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন।
এবার সরাসরি রাজ্য সরকারের তরফেই প্রশ্ন উঠল—এই মৃত্যু কি স্বাভাবিক, নাকি এর পিছনে গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে? অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ঘোষণা করেন,
“জুবিন শুধু একজন শিল্পী ছিলেন না, তিনি অসমের আত্মা। তাঁর মৃত্যু নিয়ে যে প্রশ্ন উঠছে, তা দূর করা সরকারের দায়িত্ব। সত্য উদঘাটনের জন্য আমরা দ্বিতীয় ময়নাতদন্ত করাব।”
সরকারি সূত্রে জানা গেছে, সোমবারই গুয়াহাটিতে বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হবে। সিঙ্গাপুর থেকে আনা নথি ও রিপোর্ট খুঁটিয়ে দেখা হবে। একইসঙ্গে বিদেশ মন্ত্রণালয়ের মাধ্যমে সিঙ্গাপুর কর্তৃপক্ষের কাছ থেকেও বিস্তারিত তথ্য তলব করা হচ্ছে।
প্রসঙ্গত, জুবিনের আকস্মিক মৃত্যুতে অসমে শোকের ছায়া নেমে আসে। হাজার হাজার ভক্ত পথে নেমে দাবি তুলেছিলেন—“সত্য সামনে আসুক।” মুখ্যমন্ত্রীর নতুন পদক্ষেপে সেই দাবিই এবার কার্যকর হতে চলেছে।
অসম জুড়ে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—আদৌ কি দুর্ঘটনা, না কি ষড়যন্ত্রের বলি হলেন জুবিন?