নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: শুক্রবার ১৯,সেপ্টেম্বর :: জনপ্রিয় গায়ক ও অভিনেতা জুবিন গর্গের আকস্মিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “জুবিন গর্গ কেবলমাত্র আসামের নয়, সমগ্র ভারতের গানের জগতে এক অমূল্য সম্পদ ছিলেন। তাঁর কণ্ঠ মানুষকে অনুপ্রাণিত করেছে, একত্রিত করেছে। তাঁর প্রয়াণে সাংস্কৃতিক জগৎ এক গভীর শূন্যতার মুখে দাঁড়াল।”
তিনি আরও জানান, দেশের সংগীতপ্রেমীরা আজ শোকাহত। জুবিন গর্গের অবদান ভারতের সংস্কৃতি ও শিল্পের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাঁর আত্মা যেন শান্তি লাভ করে।”
অন্যদিকে, আসাম সহ সমগ্র উত্তর-পূর্বাঞ্চলে জুবিন গর্গের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে। ভক্তরা সামাজিক মাধ্যমে স্মৃতি ভাগ করে নিচ্ছেন, ভিড় জমছে তাঁর বাসভবনের সামনে।