নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::গুয়াহাটি :: রবিবার ২১,সেপ্টেম্বর :: রাজ্যের সাংস্কৃতিক ভুবনে শোকের ছায়া নেমে এসেছে জনপ্রিয় গায়ক জুবিন গর্গের আকস্মিক প্রয়াণে। আজ তাঁর নশ্বর দেহ দিল্লি থেকে বিশেষ বিমানে গুয়াহাটি আনা হচ্ছে।
রাজ্য সরকার ও পরিবারের পক্ষ থেকে ভক্ত-শুভানুধ্যায়ীদের জন্য শোকানুষ্ঠানের বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।🔹 দুপুর ১২টা থেকে ১টা: জুবিনের মরদেহ লোক্ষ্মীনাথ বরদোলই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হবে।
🔹 দুপুর ১টা ৩০ মিনিট: বিমানবন্দর থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে জুবিনের বাসভবন কাহিলিপাড়ায়। পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের জন্য সীমিত সময়ের শ্রদ্ধাজ্ঞাপন।
🔹 বিকেল ৩টা থেকে রাত ৮টা: ভক্ত, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষের জন্য মরদেহ রাখা হবে শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্রে। সেখানে রাজ্যের সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে।
🔹 রাত ৯টার পর: মরদেহ আবার নিয়ে যাওয়া হবে কাহিলিপাড়ার বাড়িতে।
🔹 পরদিন সকাল ১০টা: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জুবিন গর্গের শেষকৃত্য সম্পন্ন হবে নাভাগাঁও শ্মশানে।
রাজ্য সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে, শেষকৃত্যে ২১ রাউন্ড গান স্যালুট দেওয়া হবে এবং পুরো অনুষ্ঠানটি রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে। গুয়াহাটি জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে বিপুল ভিড় সামলানো যায়।