সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ক্যানিং :: বুধবার ১,জানুয়ারি :: -জুয়া খেলা এবং নেশা করার জন্য আবাস যোজনার টাকা না দেওয়ায় নিজের বাড়িতেই আগুন লাগিয়ে দিল এক ব্যক্তি। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদি এলাকার পূর্ব শিবনগর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে স্থানীয় বাসিন্দারা দেখতে পায় শওকত গাজীর বাড়িতে দাউ দাউ করে জ্বলছে আগুন। এরপর তড়িঘড়ি আগুন নেভানোর জন্য গ্রামবাসীরা ছুটে আসে। বাড়ির সামনে হাউ হাউ করে কাঁদছে শওকত মোল্লার স্ত্রী লালমনি গাজী।
স্থানীয়রা আগুন লাগার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান,স্বামী সওকত গাজী বিশেষ কাজকর্ম করেনা। দিনরাত নেশা করে এবং তাদের উপর অত্যাচার চালায়। সংসারের হাল খারাপ। বাড়ির ভগ্নদশা।
তাই লালমণি আবাস যোজনায় বাড়ি করবেন বলে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন। আবাসের তালিকায় নাম উঠেছিল তার। সম্প্রতি আবাস যোজনার ৬০ হাজার টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। সেই খবর পাওয়া মাত্রই টাকা তোলার জন্য জোরাজুরি করছিল সওকত।
রাতেই টাকা তোলার জন্য উৎপাত শুরু করে। আমি টাকা ছুঁতেই দেব না বলার পর আমায় মারধর করে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ক্যানিং থানার পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক । অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি।