সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: রায়্দিঘি :: সোমবার ৩০,জুন :: ইলিশের মরশুম শুরু হতেই একের পর এক ট্রলার দুর্ঘটনা ঘটনা ঘটছে। আবারো ট্রলার দুর্ঘটনায় চঞ্চল্য ছড়ালো, দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রায়দিঘীর মনি নদীতে ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে পাড়ি দেয়ার জন্য প্রস্তুত হচ্ছিল মা অন্নপূর্ণা নামে একটি ট্রলার। সেই সময় হঠাৎ করে নদীতে জোয়ার আসার কারণ ট্রলারটি সজরে গিয়ে জেটির বোল্ডারে ধাক্কা মারে এরপর ট্রলারের একটা অংশ ভেঙে যায় ট্রলারের মধ্যে জল ঢুকতে থাকে ।
ট্রলারে থাকা মৎস্যজীবীরা বন্দরে লাফ মেরে প্রাণ বাঁচায়। দুর্ঘটনাগ্রস্থ ট্রলারটিকে উদ্ধার করে অন্যান্য ট্রলারে থাকা মৎস্যজীবীরা। এই দুর্ঘটনার জেরে প্রায় ১৫ লক্ষ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।