নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ১১ই,মার্চ :: জেলার বিভিন্ন জায়গায় রাস্তা নিয়ে সমস্যা রয়েছে।বিশেষ করে প্রান্তিক বহু গ্রামে রাস্তার অবস্থা খুব খারাপ।বারবার রাস্তার দাবী জানিয়েছে সেই সব জায়গার মানুষেরা। এবার সেই সমস্যা সমাধানে উদ্যোগী জেলা প্রশাসন। শুক্রবার জেলাবাসীর জন্য সুখবর শোনালেন জেলাশাসক।
পথশ্রী প্রকল্পের আওতায় জেলা-জুড়ে শুরু হচ্ছে রাস্তার কাজ। রাজ্য সরকারের পথশ্রী প্রকল্প। ৮২ কোটি টাকা অর্থ ব্যায়ে সমগ্র মালদা জেলা জুড়ে শুরু হচ্ছে রাস্তার কাজ। এই ঘোষণা করেছেন মালদার জেলা শাসক নীতিন সিংহানিয়া।ইতি-মধ্যেই যে সব রাস্তার কাজ হবে তার টেন্ডার ধরা হয়ে গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত আপলোড করা হবে পোর্টালে।
জেলার প্রত্যেকটি ব্লকেই হবে রাস্তার কাজ। হরিশ্চন্দ্রপুর ১ এবং ২ নম্বর ব্লকে বেশ কয়েকটি গ্রামে রাস্তা নিয়ে প্রচুর সমস্যা রয়েছে।মনে করা হচ্ছে সেই রাস্তাগুলির কাজ এবার শুরু হবে। জেলাশাসকের এই ঘোষণায় খুশি হরিশ্চন্দ্রপুরবাসী তথা সমগ্র মালদা জেলবাসী।