নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: মঙ্গলবার ৪,মার্চ :: রাজ্য জুড়ে ছেয়ে গেছে ভুতুড়ে ভোটার।সেই সমস্ত ভুতুড়ে ভোটার দের খুঁজে বার করতে গত ২৭শে ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের বিভিন্ন প্রান্তের কর্মী দের নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই মত জেলায় জেলায় দলের কর্মীরা বেরিয়ে পড়েছেন ভুতুড়ে ভোটার খুঁজতে।সেই কর্মসূচিকে সামনে রেখে কাঁকসার রথ তলায় একটি ম্যারেজ হলে গলসি বিধানসভার অন্তর্গত কাঁকসা ব্লকের কাঁকসা,ত্রিলোকচন্দ্র পুর,বিদবিহার,বনকাটি অঞ্চলের কর্মীদের নিয়ে বৈঠকে বসেন গলসির বিধায়ক নেপাল ঘরুই।
এছাড়াও ছিলেন জেলার সহ সভাপতি সমীর বিশ্বাস,চার টি অঞ্চলের প্রধান,উপপ্রধান,অঞ্চল সভাপতি,ব্লকের সভাপতি নব কুমার সামন্ত,যুব সভাপতি কুলদীপ সরকার,তৃনমল নেতা পল্লব ব্যানার্জি, প্রাক্তন ব্লক সভাপতি দেবদাস বক্সী সহ অন্যান্যরা।