নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: শনিবার ১,মার্চ :: জলপাইগুড়ি জেলার খট্টিমারি থেকে ধুপগুড়ি সুপারমার্কেটে এই টমেটো বিক্রি করতেই নিয়ে যেতে আমাদের যা খরচ টোটো ভাড়া হিসেবে সেটা উঠছে না বাজারে নিয়ে গেলে।
তার উপরে এই টমেটো ক্ষেত চাষ করতে সেচ কীটনাশক থেকে শুরু করে সমস্ত কিছুর যা খরচা হয়েছে তার অর্ধেকটাও এবার উঠবে না। বাজারে যখন টমেটো বিক্রি করতে নিয়ে যাচ্ছি দুই টাকা ও দাম করছে না পাইকার। বাধ্য হয়ে কৃষি জমিতেই এই টমেটো নষ্ট করছি।
উল্লেখ্য, জলপাইগুড়ি এবং পার্শ্ববর্তী কোচবিহার জেলায় ফ্রুট প্রোসেসিং সেন্টারের দাবী দীর্ঘ দিনের, তৃণমুল আমলে জলপাইগুড়ির বেরুবাড়ি এলাকায় এই সেন্টার স্থাপনের চেষ্টা হলেও
আজ সেটির নীল সাদা রং ফ্যাকাশে হয়ে পড়ে রয়েছে। যে কারণে প্রচুর পরিমাণে টমেটো উৎপাদন হলেও নেই সংরক্ষণের উপায় । বাধ্য হয়েই চাষিদের ফলানো ফসল জমিতেই নষ্ট করে দিতে হচ্ছে।