কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ২৭,মে :: জেলায় প্রথম ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ডায়াগনেসটিক পরিষেবার উদ্বোধন হয়ে গেল । ফিতা কেটে বিপিএইচসি উদ্বোধন করলেন মানিকচক বিধায়িকা সাবিত্রী মিত্র।তিনি জানান এই এলাকা থেকে বহু মানুষকে বিভিন্ন বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিজেদের, রক্ত, মল মুত্র পরীক্ষা করতে যেতে হতো শহরে।
এর ফলে সাধারণ মানুষ আর্থিক সমস্যার জন্য রোগ নির্ণয় করতে পারতেন না।সেই সমস্ত জনসাধারণের কথা মাথায় রেখে মিল্কী ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নতুন বায়োকেমিস্ট্রি ল্যাবের সূচনা করা হলো। বিনা পয়সায় সকলে নিজদের রোগ নির্ণয় করতে পারবেন।এতে সময় ও অর্থ উভয় বাঁচবে।
অন্য দিকে মিল্কী ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর পার্থ সরকার জানান আমাদের এই ইউনিটে মূলত রক্ত,কফ,মূত্র সহ অন্যান্য পরিষেবা আজ থেকে পাবে সকলেই।ডক্টর পার্থ সরকার আরো জানান এখানে যক্ষ্মা থেকে শুরু করে এইচ আইভি অর্থাৎ এইডস রোগ নির্ণয় ও কাউন্সিলিং করা হবে।মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ দেন বিধায়ক সাবিত্রী মিত্র।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি সিএমওএইচ ২ ডক্টর অমিতাভ মন্ডল , সিএমওএইচ ৩ ডক্টর সব্যসাচী চক্রবর্তী,ইংলিশ বাজার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌগত চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ ।