জেলার কান্দি মহকুমা হাসপাতাল পরিদর্শন করতে এলেন রাজ্য বিধনসার সাস্থ্য দফতরের স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধি দল।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কান্দি ::  জেলার কান্দি মহকুমা হাসপাতাল পরিদর্শন করতে এলেন রাজ্য বিধনসভার সাস্থ্য দফতরের স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধি দল। এদিন রাজ্য বিধানসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কান্দি মহকুমা হাসপাতাল ঘুরে হাসপাতালের চিকিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রোগী এবং রোগীর পরিজনদের সঙ্গে কথা বলে হাসপাতালে চিকিৎসার পরিকাঠামো খতিয়ে দেখেন।

পাশাপাশি কান্দি মহকুমা হাসপাালের পাশে কান্দি পৌরসভার পক্ষ থেকে চালু হওয়া মা ক্যান্টিন পরিদর্শন করেন। এদিন রাজ্য বিধানসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্মল মাঝি কান্দি মহকুমা হাপাতালের চিকিৎসার পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি কান্দি মহকুমার হাসপাতালে ঠিক ভাবে রোগীরা চিকিৎসা পাচ্ছেন কিনা, রোগীদের কোনো অভাব অভিযোগ রয়েছে কিনা সে বিষয় খতিয়ে দেখা হয়।

অন্যদিকে কান্দি মহকুমা হাসপাতাল পরিদর্শন করতে এসে রাজ্য বিধানসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্মলা মাঝি ঘোষণা করেন এই কান্দি মহকুমা হাসপাতলে আরেকটি নতুন ১০০ বেডের হাসপাতাল তৈরি করা হবে কান্দি মহকুমা তথা আশপাশের জেলাবাসীর কথা মাথায় রেখে ।

এই হাসপাতালে নতুন ডায়ালিসিস বিভাগ চালু করা হবে, সিটি স্ক্যান বিভাগ চালু করা হবে, নতুন ডিজিটাল এক্সরে মেশিন ইনস্টল করা হবে, SNCU বিভাগে ।বার্ন ওয়ার্ডে আরো ৬ টি বেড বাড়ানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 2 =