কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ৯,ফেব্রুয়ারি :: প্রতিবছরের ন্যায় এবারও সুলতান নগর ক্ষিতিমোহন সেন ক্লাব এন্ড লাইব্রেরীর উদ্যোগে ১৫ তম মালেক ইসলাম মেমোরিয়াল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এর অনুষ্ঠিত হল সুলতান নগর এর কে এম এস মাঠে।
আজ ছিল টুর্নামেন্টের ফাইনাল খেলা।খেলায় জয়ী হয় মুখার্জি চ্যালেঞ্জার,রানার্স হয় কৃতি কনস্ট্রাকশন উত্তরপ্রদেশ ।টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার সুলতান নগর গ্রামে। তবে এই খেলার মূল পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজসেবী তথা কে এম এস ক্লাবের সম্পাদক বুলবুল খান।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তাজমূল হোসেন।