জেলার ৩১ টি বিধানসভা জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন অভিষেক

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: শুক্রবার ০২,জানুয়ারী :: ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে বছর শুরুতেই দক্ষিণ ২৪ পরগনার জেলা দিয়েই নির্বাচনী জনসভা শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুরে বারুইপুরের সাগর সংঘের মাঠে জনসভায় যোগ দেন অভিষেক ।

এদিনের সভায় উপস্থিত ছিলেন ডায়মন্ডহারবার , যাদবপুর ও সুন্দরবন তৃণমূলের সাংগঠনিক জেলা কর্মী-সমর্থকরা । এছাড়া উপস্থিত ছিলেন জেলার সমস্ত বিধায়ক ও সাংসদরা । এদিনের সভা থেকে বিজেপির বিরুদ্ধে একের পর এক ক্ষোভ উগরে দেন অভিষেক । তিনি বলেন, আগামী একমাস ধরে নির্বাচনী জনসভা রয়েছে একের পর এক।

দক্ষিন ২৪ পরগনা জেলা তৃণমূলের শক্ত ঘাঁটি। এই জেলা আমার কর্মভূমি । তাই আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আবার জিতবে বাংলা । এই লড়াই শুরু করলাম বাংলার মাটি থেকে। এই জেলার মানুষ আগামী দিনের পথ দেখাবে। পরিবর্তনের চাকা এই দক্ষিণ ২৪ পরগনা জেলা ঘুরিয়েছিল।

চতুর্থ বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করার জন্যই এই জনসভা। ২০২১ শে বিধানসভা নির্বাচনের নিরিখে ২০২৬-এ আসন সংখ্যা আরো বাড়বে। এবার ভাঙড় বিধানসভাও জিততে হবে । তৃণমূল কংগ্রেস শুদ্ধ লোহার মতন। যত আঘাত করবে তত তৃণমূলের সংখ্যা বাড়বে।

রাজ্য সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে সোনার বাংলা করবে । সোনার ত্রিপুরা হচ্ছে না কেন? সোনার বিহার হচ্ছে না কেন? মহারাষ্ট্রে জল খেয়ে মানুষের মৃত্যু হয়েছে । দিল্লিতে বায়ু দূষিত হয়ে যাচ্ছে? প্রধানমন্ত্রী যে ঘোষণা করেছেন সেই ঘোষণা রাখছেনা । যুবকদের চাকরি দিচ্ছে না ।

২২ কোটি চাকরি এখনো পর্যন্ত দেয়নি। এই কয়েকদিন আগে ব্রিগেড গ্রাউন্ডে লক্ষ্য কণ্ঠের গীতা পাঠ হয়েছিল । আর সেই গীতা পাঠে একজন সামান্য চিকেন প্যাটিস বিক্রি করা যুবককে মারধর করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছিলেন প্রত্যেকটা মানুষের মধ্যে আমরা রয়েছি । প্রত্যেকটা জীবজন্তুর মধ্যেও আমি রয়েছি। কেন মারা হল তার জবাব আমরা দেব ।

পুলিশ যখন অভিযুক্তদের গ্রেপ্তার করেছে তখনই জামিনে মুক্তি পেয়েছিল অভিযুক্তরা। অভিযুক্তদের মালা পরিয়ে বরণ করেছে বিজেপির নেতারা। মানুষ কি খাবে? কি পরবে সেটা কি বিজেপির বাবারা ঠিক করে দেবে। বাংলা একুশেও জবাব দিয়েছে । আবারও ২৬ শে সেই জবাব দেবে।

জীবিত ভোটারদের নির্বাচন কমিশন ভূত বানিয়ে দিয়েছে। তিনজন জীবিত ভোটারদের রেম্পে হাঁটিয়ে নির্বাচন কমিশনের কড়া ভাষায় এদিনও নিন্দা করেন তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + fifteen =