জেলাশাসক আয়েশা রানী স্থানীয় জন প্রতিনিধিদের নিয়ে রায়না এক ব্লক এলাকা পরিদর্শন পাশাপাশি জমি পরিদর্শন করেন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান   ::  বুধবার ৩০,অক্টোবর ::   দানা ঝড়ে ব্যাপক ক্ষতিগ্ৰস্থ হয়েছে ধান চাষ। রাজ্যের শস্য গোলা পূর্ব বর্ধমানে বিভিন্ন ব্লকে ব্লকে ধান চাষীরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন । এমনকি কাঁচা সবজি যারা বিক্রি করছেন তারাও মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন । শস্য বীমার মধ্যে দিয়ে চাষীদেরকে ক্ষতিপূরণের প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে সরকারের তরফ থেকে।
পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানী স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে রায়না এক ব্লক এলাকা পরিদর্শন পাশাপাশি জমি পরিদর্শন করেন । পরিদর্শনের পর  বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলেন জেলা শাসক।
উল্লেখ্য পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের পক্ষ থেকে, রাজ্য সরকার পশ্চিমবঙ্গের খরিফ ঋতু ২০২৪-এর জন্য ধান ও ভুট্টা চাষীদের ফসল রক্ষা করার জন্য প্রযুক্তি ভিত্তিক বাংলা শস্য বীমা   প্রকল্প সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করছে।
বিভিন্ন ভাবে প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেকাংশেই ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষীরা, আর সেই মর্মেই বাংলার চাষীদের স্বার্থে রাজ্য সরকারের একটি সাহায্যকারি পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − 1 =