জেলা পরিষদের প্রায় বারো বিঘা জমি বিক্রি করে দেবার প্রতিবাদ গ্রামবাসীর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রহড়া :: মঙ্গলবার ২২,অক্টোবর :: বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বলাগড় গ্রামে বেশ কিছুদিন ধরে জমি মাফিয়াদের উপদ্রব বেড়েছে। চলছে জমি মাপার কাজ এলাকার মানুষের সন্দেহ হওয়াতে তাদের জিজ্ঞাসা করলে কোন উত্তর না মেলায় তাদেরকে তাড়িয়ে দেয় বলাগড় গ্রামের মানুষ ।

তারপর তারা এলাকার বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায় কে জানায় এর পাশাপাশি রহড়া থানা সহ জেলা পরিষদেও লিখিত অভিযোগ জানান। এলাকার মানুষ একজোট হয়ে আন্দোলনে নেমেছে তাদের এই সরকারি জমি বিক্রি হতে দেবে না তারা।

রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় :: সংবাদ প্রবাহ চিত্র 

এই জমি জেলা পরিষদের থেকে লিজে নিয়ে মাছ চাষ করে এলাকার মানুষ তারই লাভের অংশ বলাগড় অঞ্চলে মন্দির মসজিদ সহ বিভিন্ন সামাজিক কাজে ব্যবহার হয়। এই জমির আনুমানিক মূল্য প্রায় কয়েক কোটি টাকা তাই জমি মাফিয়া দের নজর পড়েছে এই জমির উপর ,এমনটাই অভিযোগ এলাকাবাসীর ।

এই বিষয় নিয়ে এলাকার বিধায়ক অর্থাৎ রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বলেন খড়দহ অঞ্চলে জমি মাফিয়া অনেক আছে তারাই এই কাজগুলো করছে, ইতিমধ্যে বিধায়ক তথা জেলা সভাধিপতি নারায়ন গোস্বামী কে জানানো হয়েছে ,তার দফতর থেকে আধিকারিক এসে সরজমিনে খতিয়ে দেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 12 =