নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ১,মার্চ :: জেলা পরিষদের বাজেট মিটিংয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তৃণমূলের জেলা পরিষদ সদস্যা সাইরা বানুর গাড়ি। সাইরা বানু তৃণমূলের সাধারণ সম্পাদক তথা চাঁচলের দাপুটে তৃণমূল নেতা সামিউল ইসলাম এর স্ত্রী। গুরুতর আহত গাড়ির চালক।
চোট পেয়েছেন জেলা পরিষদ সদস্যাও। চক্রান্তের অভিযোগ সামিউল ইসলামের। গোষ্ঠীদ্বন্দ্ব কটাক্ষ বিজেপির। এদিন দুর্ঘটনাটি ঘটে চাঁচলের বিরস্থলী এলাকায়। গাড়িতে সাইরা বানু গাড়ির চালক সহ আরো দুইজন ছিলেন। আহতরা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনার খবর পেয়ে ছুটে এসেছেন সাইরা বানুর স্বামী তথা তৃণমূল নেতা সামিউল ইসলাম। হাসপাতাল এসেই তিনি চক্রান্তের অভিযোগ করেন। কারণ তিনিও প্রায় এই গাড়িতেই থাকেন। যদিও এদিন ছিলেন না।
দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ড। জানা গেছে একটি ভুটভুটি ধাক্কা মারে ওই গাড়িতে। ভুটভুটি চালক পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।