কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: জেলা পরিষদের সদস্য হুমায়ুন কবির বাজনার উদ্যোগে রতুয়া ১ ব্লকের ভাদো গ্রাম পঞ্চায়েত এলাকায় ২৫ লক্ষ টাকা বরাদ্দে মোট চারটি প্রকল্পের উদ্বোধন হল বুধবার। জেলা পরিষদের ফিফটিন ফিন্যান্স ফান্ড থেকে ওই প্রকল্পগুলির উদ্বোধন করেন স্থানীয় জেলা পরিষদ সদস্য হুমায়ুন কবির বাজনা।
 হুমায়ুন কবির বাজনা বলেন, ‘ভাদোর লদাপাড়া গ্রামে মোট ৯ লক্ষ ৭১ হাজার টাকা বরাদ্দে একটি রাস্তার শিলান্যাস, ভাদো ঈদগাহের পাশে মোট ৭,৭৬,৯২৩ লক্ষ টাকা বরাদ্দে গার্ডওয়াল এবং কবরস্থানের পাশে মোট ২,৪২,৬৪২ লক্ষ টাকা বরাদ্দে একটি লাইট। পাশাপাশি ভাদো বিএসবি হাইস্কুলে মোট ৫,৮২,৬৯২ লক্ষ টাকা বরাদ্দে আইরন রিমোভাল প্ল্যান্ট পানীয়জলের প্রকল্পের উদ্বোধন হয়।
হুমায়ুন কবির বাজনা বলেন, ‘ভাদোর লদাপাড়া গ্রামে মোট ৯ লক্ষ ৭১ হাজার টাকা বরাদ্দে একটি রাস্তার শিলান্যাস, ভাদো ঈদগাহের পাশে মোট ৭,৭৬,৯২৩ লক্ষ টাকা বরাদ্দে গার্ডওয়াল এবং কবরস্থানের পাশে মোট ২,৪২,৬৪২ লক্ষ টাকা বরাদ্দে একটি লাইট। পাশাপাশি ভাদো বিএসবি হাইস্কুলে মোট ৫,৮২,৬৯২ লক্ষ টাকা বরাদ্দে আইরন রিমোভাল প্ল্যান্ট পানীয়জলের প্রকল্পের উদ্বোধন হয়।

