জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই মাসের প্রথম সপ্তাহে শুরু হতে চলেছে জগৎ বিখ্যাত মালদার আমের মেলা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ২৮,জুন :: জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই মাসের প্রথম সপ্তাহে শুরু হতে চলেছে জগৎ বিখ্যাত মালদার আমের মেলা। তারই প্রস্তুতি হিসেবে জেলা প্রশাসন ভবনে আধিকারীদের নিয়ে বৈঠক।

উপস্থিত ছিলেন, মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা শাসক নিতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলাশাসক পিযুস সালুঙ্খে, উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়েক, চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী সহ অন্যান্য আধিকারিকগণ।

আগামী পাঁচ জুলাই মালদা আম উৎসবের উদ্বোধন করা হবে চলবে সাত জুলাই পর্যন্ত অর্থাৎ তিন দিন ধরে চলবে এই মেলা। বিবেকানন্দ স্কুলের পাশের মাঠেই অনুষ্ঠিত হবে এই মেলা। মালদার বিখ্যাত ফজলি, হিমসাগর, ল্যাংড়া, লক্ষণভোগ, আম্রপলি সহ বিভিন্ন প্রজাতির আম এই মেলায় প্রদর্শিত হবে

এছাড়া আমের তৈরি আচার, আমসত্ত্ব, জেলি সহ বিভিন্ন ধরনের প্রোডাক্ট এই মেলায় বিক্রির ব্যবস্থা থাকবে পাশাপাশি আমের তৈরি সুস্বাদু রসগোল্লা, বিভিন্ন ধরনের মিষ্টি, পায়েস পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + eighteen =