নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ১৭,সেপ্টেম্বর :: মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, জেলা ভিত্তিক লোকশিল্পীদের নিয়ে রবিবার একদিনের কর্মসুচি হলো পূর্ব বর্ধমান জেলায় পূর্বস্থলী ১ ব্লকের নজরুল মঞ্চে।
উপস্থিত ছিলেন রাজ্যের প্রানী সম্পদ বিকাশ উন্নয়ন দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা তথ্য সংস্কৃতি দফতরের আধিকারিক রামশঙ্কর মন্ডল, পূর্বস্থলী ১ ব্লকের বিডিও দেবব্রত জানা, জেলা পরিষদের সদস্যা অপর্ণা মুন্সি প্রমুখ।
তিনশো জনেরও বেশী লোকশিল্পী এদিনের কর্মসুচীতে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠানে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন,আমি বিশেষ ভাবে খুশি যে, মন্তেশ্বর ব্লকের ছৌ-শিল্পীরাও এই কর্মসুচি যোগ দিয়েছেন। এই লোকশিল্পীরা প্রতিমাসে রাজ্যসরকারের এক হাজার টাকা ভাতা পায়। আবার কোন সরকারী অনুষ্ঠানে যোগদিলে আরো একহাজার টাকা পায়।
এই পরিবারের লোকজনই আবার কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী সবুজসাথী পায়।,লক্ষীর ভান্ডার, রেশনে বিনামুল্যে চাল পায়। শুধু বর্ধমান জেলাতেই ১২ হাজার সরকার স্বীকৃত লোকশিল্পী রয়েছে।