নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পটাশপুর :: মঙ্গলবার ১১,মার্চ :: প্রকাশ্য দিনে ও রাতে জেসিবি মেশিন লাগিয়ে খালের পাড়ের মাটি ও পুকুর কেটে গভীরে গিয়ে বালি তুলে বিক্রি করার অভিযোগ উঠল পটাশপুর থানার খাড় গ্রাম পঞ্চায়েতের মধ্যখাড় বুথে বিজেপির পঞ্চায়েত সদস্যা আগমনী বেরার স্বামী রাধাগোবিন্দ বেরার বিরুদ্ধে।
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার খাড় গ্রাম দিয়ে বয়ে গেছে ঘাটুয়া খাল।সেই খালের পাশে মধ্যখাড় বুথে রয়েছে বিজেপির বুথ সভাপতি স্বপন দাসের একটি পুকুর রয়েছে সেই পুকুর গভীর করে কেটে বালি তুলে বিক্রি করার অভিযোগ ।
পাশাপাশি ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের যাতায়াতের ঢালাই রাস্তা এবং পাশেই রয়েছে ঘাটুয়া ব্রিজ সেই ব্রিজের দিনের পর দিন মাটি নিয়ে যাওয়াতেই ব্রিজ ফেটে রড বেরিয়ে পড়েছে। যাতায়াতের সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। এমনই কার্যকলাপ করছেন স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামীর রাধাগোবিন্দ বেরা।
পাশাপাশি খালের পাড় কেটেও মাটি বিক্রির অভিযোগ রয়েছে।স্থানীয়দের অভিযোগ এই পঞ্চায়েত সদস্যার স্বামী প্রভাব খাটিয়ে এই বেআইনী কাজ করছে দিনের পর দিন।বার বার প্রশাসন কে জানিয়েও কোন লাভ হয়নি।