নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: শুক্রবার :: ১০,জানুয়ারি :: ডায়মন্ডহারবার ১১৭ নম্বর জাতীয় সড়কের জোকার মেট্রো স্টেশন এর কাছে খালপাড়ের ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একের পর এক ইঞ্জিন।
ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে দিয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাতে জোকা খালপাড়ের কাছে একটি ঝুপড়িতে আগুন লেগে যায় এরপর মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে ঝুপড়িতে।
ঝুপড়ির মধ্যে থাকা একের পর এক গ্যাস সিলিন্ডার বাস্ট হতে থাকে ।গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে মুহুর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে। দমকলের প্রাথমিক অনুমান গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।